দৈনিক বিজয় বাংলা

শুরুতেই ব্যাটিং ধ্বস চিটাগাং কিংসের ,শামীমের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল চিটাগাং

February 03, 2025 by বিজয় বাংলা
শুরুতেই ব্যাটিং ধ্বস চিটাগাং কিংসের ,শামীমের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল চিটাগাং

স্পোর্টস ডেস্ক


জিতলেই ফাইনালের টিকিট। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই ব্যাটিং ধ্বস চিটাগাং কিংসের। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর শামীম পাটোয়ারী একাই লড়াই করলেন। তার দুর্দান্ত ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে কিংসরা।



মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম।

শুরুতেই কাজা নাফিকে হারায় চিটাগাং। পাকিস্তানি এই ওপেনার ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন। তবে পরের বলেই কাইল মেয়ার্সের দুর্দান্ত এক ইন সুইংয়ে বোল্ড হয়েছেন। ২ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি।


তিনে নেমে ব্যর্থ গ্রাহাম ক্লার্কও। ৬ বল খেলে ৬ রান করেছেন তিনি। একই পথে হেটেছেন মোহাম্মদ মিঠুন-হায়দার আলিরাও। টপ অর্ডারের এমন ব্যর্থতায় ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা।


রপর পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৭৭ রানের জুটি গড়েন শামীম। ৩৬ রান করে ইমন ফিরলে ভাঙে সেই জুটি। এরপর শামীমকে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। শামীম থেমেছেন ৪৭ বলে ৭৯ রান করে। এই ইনিংস খেলার পথে ২৯ বলে ফিফটি করেন শামীম।


বরিশালের হয়ে এদিন দুর্দান্ত ছিলেন মোহাম্মদ আলি। এই পেসার একাই শিকার করেছেন ৫ উইকেট। তাছাড়া দুই উইকেট পেয়েছেন কাইল মেয়ার্স।